মানসপুত্র
মানসপুত্র!
আমাকে কিংবা আমার পূর্ব পুরুষদের-
স্বাধীনভাবে বাঁচতে হবে-
সেই চেতনা জাগিয়েছে যিনি,
তুমিই তিনি!
মানসপুত্র!
আমার কিংবা আমার পূর্ব পুরুষদের-
মৌলিক অধিকারবোধ জন্মেছিল,
এই বোধের সূচক যিনি-
তুমিই তিনি!
মানসপুত্র!
আমাকে কিংবা আমার পূর্ব পুরুষদের-
বিজয়ের নিশানা দেখিয়েছিলেন যিনি,
তুমিই তিনি!
মানসপুত্র!
তোমার স্বপ্নে ছিলে তুমি সম্ভাবনাময়।
তোমার কর্তব্যে ছিলে তুমি অটল।-
ছিলে লক্ষ্যে অবিচল।
তুমিই বাঙালির পেশির বল!
তোমার সুস্পষ্ট- আশাময় শব্দের অব্যর্থ ব্রহ্মাস্ত্র-
নয় মাসেই করেছিল-
হানাদার বাহিনীকে নিরস্ত্র!
তোমার সুযোগ্য উত্তরসূরি-
গড়ে দিচ্ছে সোনার বাংলা-
মিশিয়ে মনের মমতা- মাধুরী।”


