হেমন্তের আলো ও মাটির ঘ্রাণ
অক্টোবর মানেই রোদের নতুন রূপ।
গ্রীষ্মের দহন তখন থেমে এসেছে,
বাতাসে নেমেছে নরম শীতলতা,
ধানের শীষে ঝুলছে সোনালি সময়।
এই সময়টায় প্রকৃতি যেন ধীরে কথা বলে।
মাঠে মাঠে ধান পাকে,
আকাশে ভাসে ধোঁয়া,
গ্রামের পথে বাজে ঢেঁকির সুর।
মানুষের চোখে-মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি—
শান্ত অথচ গভীর,
যেন ফসলের গন্ধে মিশে থাকা প্রার্থনা।
‘পলিমাটি’র এই অক্টোবর সংখ্যা সেই হেমন্তের আলোয় লেখা।
এখানে আছে মাটির টান, কৃষকের হাতের পরিশ্রম,
প্রেম ও প্রতীক্ষার নীরব সুর।
কবিতায় আছে প্রান্তরের শ্বাস,
গল্পে আছে মানুষের ঘাম ও ভালোবাসা
প্রবন্ধে আছে সময়ের চলমান সত্য,
যেখানে শালিকের ডাকের সঙ্গে জেগে ওঠে জীবনের অনন্ত গান।
অক্টোবর শুধু ঋতু নয়,
এ সময় আত্মারও পরিণতি।
যেমন ফসল পাকে, তেমনি পরিপক্ব হয় মানুষের স্বপ্ন,
আর সাহিত্য হয়ে ওঠে তার নীরব ভাষা।
হেমন্তের আলোয় ভরে উঠুক আমাদের শব্দ,
আর মাটির গন্ধে জেগে উঠুক নতুন সৃষ্টির প্রতিজ্ঞা।
ভালোবাসা সহ,
পংকজ পাল
সম্পাদক
‘পলিমাটি’ — মাসিক সাহিত্য পত্রিকা
অক্টোবর সংখ্যা | ২০২৫


