মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

সম্পাদকীয় | অক্টোবর সংখ্যা | মাসিক সাহিত্য পত্রিকা ‘পলিমাটি’

হেমন্তের আলো ও মাটির ঘ্রাণ

অক্টোবর মানেই রোদের নতুন রূপ।
গ্রীষ্মের দহন তখন থেমে এসেছে,
বাতাসে নেমেছে নরম শীতলতা,
ধানের শীষে ঝুলছে সোনালি সময়।

এই সময়টায় প্রকৃতি যেন ধীরে কথা বলে।
মাঠে মাঠে ধান পাকে,
আকাশে ভাসে ধোঁয়া,
গ্রামের পথে বাজে ঢেঁকির সুর।
মানুষের চোখে-মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি—
শান্ত অথচ গভীর,
যেন ফসলের গন্ধে মিশে থাকা প্রার্থনা।

‘পলিমাটি’র এই অক্টোবর সংখ্যা সেই হেমন্তের আলোয় লেখা।
এখানে আছে মাটির টান, কৃষকের হাতের পরিশ্রম,
প্রেম ও প্রতীক্ষার নীরব সুর।
কবিতায় আছে প্রান্তরের শ্বাস,

গল্পে আছে মানুষের ঘাম ও ভালোবাসা

প্রবন্ধে আছে সময়ের চলমান সত্য,
যেখানে শালিকের ডাকের সঙ্গে জেগে ওঠে জীবনের অনন্ত গান।

অক্টোবর শুধু ঋতু নয়,
এ সময় আত্মারও পরিণতি।
যেমন ফসল পাকে, তেমনি পরিপক্ব হয় মানুষের স্বপ্ন,
আর সাহিত্য হয়ে ওঠে তার নীরব ভাষা।

হেমন্তের আলোয় ভরে উঠুক আমাদের শব্দ,
আর মাটির গন্ধে জেগে উঠুক নতুন সৃষ্টির প্রতিজ্ঞা।

ভালোবাসা সহ,
পংকজ পাল
সম্পাদক
‘পলিমাটি’ — মাসিক সাহিত্য পত্রিকা
অক্টোবর সংখ্যা | ২০২৫

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা