কিভাবে কবিতা লিখি
ডেনিস ব্রুটাস
( অনুবাদ: শফিক সেলিম )
তুমি একটা গাছ দেখ,
একটা পর্বত
অথবা একটা ফুল;
এসব কিছু তোমার ভিতরে প্রবেশ করে;
একটা চিন্তার ব্যঞ্জণা
অথবা একটা আবেগ;
কিভাবে একটা কবিতা লেখে:
এটা কোন সিদ্ধান্ত নয়
অথবা নিজস্ব বোধ:
কেউ কেউ এটাকে প্রেরণা বলবে
অন্যেরা, হয়ত, বলবে না


