শান্তি
নীরবতার সামনে বসে আছেন রাইনার মারিয়া রিলকে
আমি তাঁর জন্য একটি ডায়েরির পাতা বাড়িয়ে রেখেছি
মাটি ফুঁড়ে উঠে আসছেন স্বয়ং গ্যয়টে
আমি তাঁর জন্য মহাকাব্য পেতে বসে আছি
ফাঁকা শূন্য খাতার পাতাগুলি যে কোনও দিন
আমার গলা টিপে ধরতে পারে
এ কথা বলতেই, মনে ঘুম নেমে এল
চোখদুটো জেগে রইল
যেমন জেগে থাকে অভিশাপগ্রস্ত মৃতদেহ
আকাশ দেখবে বলে
গোধূলি
যে ধোঁয়া উড়ছে, তাকে বিকেল ভেব না
মানুষ পালিয়ে যাচ্ছে
মানুষ ঘর খুঁজে পাচ্ছে না
খাবার নেই, ভালবাসা নেই, যৌনতা নেই
যে ধোঁয়া উড়ছে তাকে কাহিনি ভেব না
এভাবে উপন্যাস হয় না
গল্প হয় না
তোমার বাড়ির সোফাসেট হতে পারে
আমি আর গান গাইতে পারি না বন্ধু
মানুষের দুঃখ নিয়ে
কান্না নিয়ে
আমার দুচোখ
পাথর হয়ে গেছে
এপিটাফ
ঘন ঘন মরে গেলেই তুমি বেঁচে উঠতে পারবে না
বরং বেঁচে থাক
কুয়াশা সরিয়ে
যতক্ষণ না মৃত্যুর সামনে
তুমি বলতে পার,- হে মৃত্যু, তুমি মৃত,-
জীবনের মানেই বোঝনি!
কবি পরিচিতি

আধুনিক জার্মান সাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব জর্জ স্টাইনার। মূলত ঔপন্যাসিক, ছোটগল্পকার হিসেবেই বেশি জনপ্রিয়। কিন্তু লিখেছেন বেশ কিছু কবিতা। কবিতা সংখ্যায় কম লিখলেও, তাঁর কবিতা আধুনিক জার্মান কবিতার ইতিহাসে উল্লেখযোগ্য। বিশেষ করে, যত দিন যাচ্ছে জর্জ স্টাইনারের কবিতা নিয়ে তরুণ প্রজন্মের কবিদের মধ্যে উৎসাহ তত বাড়ছে। ১৯৩০ সালে সুইৎজরল্যন্ডে জন্ম। ঘুরেছেন সারা বিশ্ব। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ডার স্কোয়ার্জে কাস্টেন প্রকাশিত হয় ১৯৬৫ সালে। কবিতা লেখার পাশাপাশি তিনি টেলিভিশন সিরিজ, ফিল্মের স্ক্রিপ্ট, নাটক লিখেছেন। লিখেছেন অসংখ্য ছোটগল্প। ১৯৭৬ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ, গ্রেঞ্জেন গাব। তাঁর কবিতা কাঠামোয়, বক্তব্যে এবং ভাষায় এক স্বতন্ত্র ঘরানার।
bonus veren siteler
casino siteleri
casinorulet.com


