আমার জন্মভূমি
অচেনা দূর দেশের প্রতি ছিল আমার মোহ,
আমি ছিলাম স্বদেশের অক্লান্ত সমালোচক।
প্রায়ই বলতাম, ‘এই দেশে কোথায়
প্রকৃত বুদ্ধিজীবী, প্রতিভাবান মানুষ?
কোথায় মহৎ নাগরিক যিনি
আলোকিত, মুক্তিকামী, স্বাধীনচেতা?
উষ্ণ হৃদয়ের সুন্দরী রমণী কোথায়—
যার রূপের ছটায় লজ্জা পায় পূর্ণিমার আলো?
কোথায় মেধাবীদের দীপ্ত আলোচনা—
যা কিনা সমৃদ্ধ নতুন চিন্তায়?
মনের মতো বন্ধু আর বন্ধুত্ব কোথায়?’
জন্মভূমির প্রতি ঘৃণাই জন্মে গিয়েছিল আমার।
হঠাৎ গতকাল হাসলো গোলিৎশিনা,
আর আমি মুহূর্তেই ভুলে গেলাম
জন্মভূমির প্রতি আমার বিতৃষ্ণার কথা ৷
ভাষান্তর : খুররম মমতাজ
(আলেক্সান্দার পুশকিন (১৭৯৯-১৮৩৭) বিশ্ব সাহিত্যের অঙ্গনে একজন বিখ্যাত রুশ কবি। তাঁকে আধুনিক রুশ সাহিত্যের জনক বলা হয়। পুশকিনের সমগ্র সাহিত্য চর্চার মধ্যে তাঁর কবিতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। বিশেষ করে প্রেমের কবিতার জন্য তিনি তাঁর সময়ে তুমুল জনপ্রিয় হয়ে উঠেন। প্রেমের কবিতা, কাব্যনাট্য, মহাকাব্য ছাড়াও পুশকিন ছোটগল্প, নাটক, উপন্যাস রচনা করেছেন। তাঁর ছোটগল্প ইস্কাবনের বিবি ও উপন্যাস ক্যাপ্টেনের মেয়ে বাঙালি পাঠকের নিকট সুপরিচিত।)


