স্বাধীনতা টিকে আছে
অনুবাদ: রহমান হেনরী
তুমি কি জানতে স্বাধীনতা টিকে আছে
পাঠ্য পুস্তকগুলোতে
তুমি কি জানতে উন্মাদেরা পরিচালনা করছে
আমাদের কারাগারগুলো
জেলখানার ভেতর, গন্তব্যের মধ্যে,
শ্বেতাঙ্গ স্বাধীন প্রোটেস্টান্টের অন্তরে
জলঘূর্ণি দহ
আমরা বিশ্রামরত মাথাব্যথা
একঘেয়েমির প্রান্তদেশে
মৃত্যুর জন্য আমরা পৌঁছে যাচ্ছি
একটা মোমবাতির শেষাংশে
আমরা কিছু একটা দেখার চেষ্টা করছি
যা এরই মধ্যে খুঁজে পেয়েছে আমাদেরকে ৷
জিম মরিসন (৮ ডিসেম্বর ১৯৪৩ – ৩ জুলাই ১৯৭১): মার্কিন কবি, গায়ক ও সংগীতরচয়িতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্ম, মৃত্যুবরণ করেছেন ফ্রান্সের প্যারিসে । ‘দ্য ডোরস’ সংগীতদলের মূল গায়ক ছিলেন। স্বল্পায়ু মরিসন রক সংগীতের ইতিহাসে আইকন হয়ে আছেন। তার কবিতাগুলোও, যে কোনও পাঠকের ভাবনাকে ওলোটপালোট করে দিতে সক্ষম। পুরোনাম: জেমস ডগলাস মরিসন।]


