বুধবার, নভেম্বর ৫, ২০২৫

আনিস ফারদিনের অনু কবিতা

শূন্যতা

একদিন ফাল্গুনের রাতে আমার মৃত্যু হবেতখন পাশে থাকবে না তুমি,পাশে থাকবে শূন্যতা।

আমি শূন্যতার কোলে মাথা রাখবো,শূন্যতা আমাকে নিয়ে যাবে মৃত্যুর দিকে।

হঠাৎ মনে পড়বে,তোমার সেই অমর বাণী—বলেছিলে, শূন্যতা নাকি আমি?বলেছিলাম, তুমি, তুমি, তুমি…

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা