বটবৃক্ষের ছায়া
জীবনের এই ভাটি বেলায়
নিবিড়,শান্ত আর শীতল,
স্নিগ্ধতায় শিকড়ের টানে
ছায়াময় বটবৃক্ষের
মজবুত আগডালে বসেছিলাম,
শেষ বেলায় ক্লান্ত দেহে
শিক্ত সমীর অঙ্গে লাগিয়ে,
নির্ভেজাল মিত্রের আশায়।
দীর্ঘদিনের পথ চলায়
ভালই চলছিল জীবন প্রবাহ,
কোন শত্রু মিত্রের
ক্ষমতার যুদ্ধ ছিলনা,
হঠাৎ শান্তিময় বৃক্ষের ডালে
বিষময় লোভী কীটপতঙ্গের
আবির্ভাব ঘটে…….
শুরু হয় শত্রু মিত্রের খেলা
নিরপরাধ হয়ে মাথা নুয়ে,
হেরে গেলাম অহর্নিশ
বিষাক্ত ছোবলের ভয়ে।
থমকে গেল চিরতরে,
বৃক্ষের সাথে ভালবাসার বন্ধন
থমকে গেল শান্তিময় জীবন।
আসলে জীবন চলার পথে,
মিত্রের চেয়ে শত্রুই বেশি।


