বুধবার, নভেম্বর ৫, ২০২৫

আকলিম হোসেনের কবিতা

বটবৃক্ষের ছায়া

জীবনের এই ভাটি বেলায়
নিবিড়,শান্ত আর শীতল,
স্নিগ্ধতায় শিকড়ের টানে
ছায়াময় বটবৃক্ষের
মজবুত আগডালে বসেছিলাম,
শেষ বেলায় ক্লান্ত দেহে
শিক্ত সমীর অঙ্গে লাগিয়ে,
নির্ভেজাল মিত্রের আশায়।
দীর্ঘদিনের পথ চলায়
ভালই চলছিল জীবন প্রবাহ,
কোন শত্রু মিত্রের
ক্ষমতার যুদ্ধ ছিলনা,
হঠাৎ শান্তিময় বৃক্ষের ডালে
বিষময় লোভী কীটপতঙ্গের
আবির্ভাব ঘটে…….
শুরু হয় শত্রু মিত্রের খেলা
নিরপরাধ হয়ে মাথা নুয়ে,
হেরে গেলাম অহর্নিশ
বিষাক্ত ছোবলের ভয়ে।
থমকে গেল চিরতরে,
বৃক্ষের সাথে ভালবাসার বন্ধন
থমকে গেল শান্তিময় জীবন।
আসলে জীবন চলার পথে,
মিত্রের চেয়ে শত্রুই বেশি।

লেখক পরিচিতি

আকলিম হোসেন
আকলিম হোসেন
আকলিম হোসেনের জন্ম দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামে ৷ তিনি ৯০ দশকের দোহার নবাবগঞ্জের একজন নামকরা ফুটবলার। স্কুল জীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। স্কুল,কলেজ,ক্লাব ম্যাগাজিনে তিনি নিয়মিত লেখালেখি করতেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকে বাংলা বাজার আমীর প্রকাশনীতে নিয়মিত প্রেমের কবিতা লিখেছেন। ১৯৯৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগ থেকে মাস্টার্স শেষ করে নিজ ব্যবসা তাহসান প্রেস দেখাশোনা করেন। অবসরে তিনি গান গাইতে পছন্দ করেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা