লেখা পাঠানো সম্পর্কিত :
‘পলিমাটি’-শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকার ওয়েবসাইটে আপনাকে সু-স্বাগতম।
সাহিত্যকে বিকশিত করার লক্ষ্যে শুরু হলো নতুন পথচলা www.palimati.com এর ৷
আপনার লেখা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রকাশিত করবো। আপনার লেখা পাঠানোর পর সম্পাদনা পরিষদ কর্তৃক মনোনীত হলে তবেই ‘পলিমাটি’-তে আপনার লেখা নিয়মিত প্রকাশ করা সম্ভব।
লেখা পাঠাতে আগ্রহী হলে লেখা অবশ্যই আমাদের ই-মেইলে পাঠিয়ে দিন। যদি আপনার লেখা মান সম্মত হয় তাহলে অবশ্যই পত্রিকাটিতে প্রকাশিত হবে। তবে আর দেরি কেন যত দ্রুত সম্ভব লেখা পাঠিয়ে দিন ৷
প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর,’পলিমাটি’ কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন ৷
লেখা পাঠানোর নির্দেশনা-
• যে ধরনের লেখা পাঠাতে পারবেন:
১। যে কোন ধরনের গল্প/উপন্যাস: যেমন- রহস্য/রোমাঞ্চ/ গোয়েন্দা/ হরর/সায়েন্স ফিকশন/ফ্যান্টাসি/রম্য / থ্রিলার/মুক্তিযুদ্ধ/বিদেশি
২। কবিতা/অনু কবিতা/ছড়া/বিদেশি কবিতা
৩। প্রবন্ধ/মতামত/দর্শন/ইতিহাস-ঐতিহ্য/স্মৃতি লেখা/ ভ্রমণ গদ্য
৪ ৷ মুক্তিযুদ্ধ নিয়ে যেকোন লেখা
৫।চলচ্চিত্র/চিত্র কলা/আবৃত্তি কলা/নাট্য কলা
৬। অনুবাদ গল্প/ কবিতা/ প্রবন্ধ
৭। সাহিত্য সংবাদ/ চিরায়ত লেখা/ সাহিত্য নিয়ে মজার ঘটনা/ফিচার/লোক-সংস্কৃতি/শিশুতোষ রচনা/বই পত্র/পাঠাগার/ আলোকচিত্র/ লেখক পরিচিতি/ স্মরণ ও অন্যান্য
• লেখা পাঠানোর নিয়মাবলি:
১। লেখা ইউনিকোড/অভ্রতে পাঠাতে হবে।
২। লেখা ই-মেইলে (pankajprenoy@gmail.com) পাঠাবেন এবং ই মেইলের ঘরে অবশ্যই সাবজেক্টে বিষয় উল্লেখ করতে হবে ৷ যেমন: কবিতা/গল্প/প্রবন্ধ….ইত্যাদি ৷
• বিশেষ দ্রষ্টব্য:
১। লেখা অবশ্যই নিজের ও সম্পূর্ণ নতুন হতে হবে
২। আগে যেকোন মাধ্যমে ( ফেসবুক/ পত্রিকা/ ওয়েবে) ছাপা হলে, সেই লেখা পাঠাবেন না ৷
৩। নকল, কপি-পেস্টকৃত লেখা পাঠাবেন না এবং রাজনীতি/ রাষ্ট্রদ্রোহী/ সাম্প্রদায়িক/ লৈঙ্গিক বিদ্বেষ ভাবাপন্ন/ উস্কানীমূলক ও ধর্ম সম্পর্কিত লেখা পাঠাবেন না ৷
৪। অনুবাদকৃত লেখায় – মূল শিরোনাম ও মূল লেখকের নাম উল্লেখ করে দিতে হবে।
৫৷ লেখা প্রমিত বাংলা বানান রীতি ও সঠিক যতিচিহ্ন মেনে পাঠাবেন ৷
৬৷ লেখা পাঠানোর সময় অবশ্যই শিরোনাম উল্লেখ করবেন এবং চলমান মাসের ১৫ তারিখের মধ্যে লেখা পাঠাবেন ৷
৭৷ লেখার সাথে একটি স্পষ্ট ছবি, সংক্ষিপ্ত পরিচিতি ও ফেসবুক আইডি (যদি থাকে) লিংক পাঠাবেন ৷
৮৷ একই সময়ে একাধিক পত্রিকায় প্রদানকৃত লেখা পাঠাবেন না ৷ লেখা মনোনীত হলে আপনাকে জানানো হবে ৷
৯৷ লেখা প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে হবে ৷
১০৷ লেখা পাঠানোর পর সম্পাদকীয় দপ্তরের সঙ্গে কোনও যোগাযোগ বাঞ্ছনীয় নয়। লেখা প্রকাশিত না হলে ‘পলিমাটি’ কর্তৃপক্ষ কোনভাবেই কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকিবে না ৷
লেখা পাঠানোর আগে, প্রয়োজনে—
০১৭৩৪—২০ ৫০ ৮০
আমাদের সাথেই থাকুন:
পলিমাটি ওয়েব ম্যাগাজিন
কবি সাহিত্যিকদের সৃজনশীল লেখায় ‘পলিমাটি’ সমৃদ্ধ এবং ধন্য। আপনাকে ‘পলিমাটি’ পরিবারে পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত। আশা করি পত্রিকাটির সাথেই থাকবেন।
ধন্যবাদ ৷


