বুধবার, নভেম্বর ৫, ২০২৫

স ম্পা দ কী য়

সম্পাদকীয় | আগস্ট সংখ্যা | মাসিক সাহিত্য পত্রিকা ‘পলিমাটি’

শিরোনাম: আগস্ট — ধানের গন্ধে ভেজা প্রান্তর

আগস্ট মানেই মাটির গন্ধ।
আগস্ট মানেই ভিজে মাঠে ধানের চারা, কাদায় ভেজা কৃষকের পায়ের ছাপ।
আকাশে মেঘের ভেলা, রোদ্দুরের হঠাৎ তেজ, আবার হঠাৎ বৃষ্টির গান।

এই সংখ্যার কবিতায় আছে শরতের রূপ, ভালোবাসার ভেজা গল্প, সময়ের গভীর আর্তি। গল্পগুলোয় মিলবে শহরের ধুলো, গ্রামের সবুজ, মানুষের আশা আর প্রতীক্ষার দীর্ঘশ্বাস। সমাজের চলমান প্রশ্ন, আর স্মৃতিচারণে ফিরে এসেছে শৈশবের কাদা-বৃষ্টি, বন্ধুত্বের ভেজা বিকেল।

আমরা বিশ্বাস করি, আগস্ট কেবল ঋতুর নাম নয়—এ এক সৃষ্টির প্রেরণা। মাটির ভেতর যেমন জন্ম নেয় শস্য, তেমনি সাহিত্যের ভেতর জন্ম নেয় নতুন স্বপ্ন, নতুন উচ্চারণ।

আসুন, আগস্টের কাদামাটির গন্ধে ভিজে আমরা খুঁজে নিই শব্দের উর্বরতা।

ভালোবাসা সহ,
পংকজ পাল
সম্পাদক
‘পলিমাটি’ — মাসিক সাহিত্য পত্রিকা
আগস্ট সংখ্যা | ২০২৫

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা