সম্পাদকীয় | আগস্ট সংখ্যা | মাসিক সাহিত্য পত্রিকা ‘পলিমাটি’
শিরোনাম: আগস্ট — ধানের গন্ধে ভেজা প্রান্তর
আগস্ট মানেই মাটির গন্ধ।
আগস্ট মানেই ভিজে মাঠে ধানের চারা, কাদায় ভেজা কৃষকের পায়ের ছাপ।
আকাশে মেঘের ভেলা, রোদ্দুরের হঠাৎ তেজ, আবার হঠাৎ বৃষ্টির গান।
এই সংখ্যার কবিতায় আছে শরতের রূপ, ভালোবাসার ভেজা গল্প, সময়ের গভীর আর্তি। গল্পগুলোয় মিলবে শহরের ধুলো, গ্রামের সবুজ, মানুষের আশা আর প্রতীক্ষার দীর্ঘশ্বাস। সমাজের চলমান প্রশ্ন, আর স্মৃতিচারণে ফিরে এসেছে শৈশবের কাদা-বৃষ্টি, বন্ধুত্বের ভেজা বিকেল।
আমরা বিশ্বাস করি, আগস্ট কেবল ঋতুর নাম নয়—এ এক সৃষ্টির প্রেরণা। মাটির ভেতর যেমন জন্ম নেয় শস্য, তেমনি সাহিত্যের ভেতর জন্ম নেয় নতুন স্বপ্ন, নতুন উচ্চারণ।
আসুন, আগস্টের কাদামাটির গন্ধে ভিজে আমরা খুঁজে নিই শব্দের উর্বরতা।
ভালোবাসা সহ,
পংকজ পাল
সম্পাদক
‘পলিমাটি’ — মাসিক সাহিত্য পত্রিকা
আগস্ট সংখ্যা | ২০২৫


