সম্পাদকীয় | সেপ্টেম্বর সংখ্যা | মাসিক সাহিত্য পত্রিকা ‘পলিমাটি’
শিরোনাম: শরৎ — স্বপ্নে ভেজা নীল আকাশ
শরৎ মানেই উজ্জ্বল নীল আকাশ, তুলোর মতো সাদা মেঘের ভেলা।
শরৎ মানেই কাশবনের হাওয়া, কুমুদিনী ও শেফালির গন্ধ, আর নীরবতায় ভরে ওঠা গ্রামবাংলার দুপুর।
সেপ্টেম্বরের এই শরৎ সংখ্যা তাই প্রকৃতির নির্মলতার মতোই সাজানো—কখনো কবিতার মতো শান্ত, কখনো গল্পের মতো তীব্র, কখনো আবার প্রবন্ধের মতো গভীর।
এই সংখ্যার কবিতাগুলোয় পাঠক খুঁজে পাবেন শরতের সৌন্দর্য, প্রেমের অমলিন রূপ, আবার নিঃসঙ্গতার নীরব ছায়া। গল্পগুলোতে ফুটে উঠেছে মানুষের টানাপোড়েন, ভেতরের ভাঙাগড়া, আর আশার আলো। যা আপনাকে ভাবাবে সমাজ, সংস্কৃতি ও সাহিত্যের চলমান যাত্রাপথ নিয়ে। আর স্মৃতিকথাগুলোয় ফিরে আসবে সেই হারানো শরৎ বিকেল, নদীর ধারে দাঁড়িয়ে থাকা কাশফুলের মতো মায়াময় দিন।
আমরা বিশ্বাস করি, শরৎ শুধু ঋতু নয়—এ এক আত্মার প্রশান্তি, এক নবজাগরণের প্রতীক।
‘পলিমাটি’র এই সেপ্টেম্বর সংখ্যা পাঠকের মনে ঠিক সেভাবেই আলো ছড়াবে—যেমন একটি সাদা মেঘ হঠাৎ আকাশ ভরিয়ে দেয় স্বপ্নে।
শরতের স্বচ্ছ আলোয় খুলে যাক নতুন সৃষ্টির জানালা।
ভালোবাসা সহ,
পংকজ পাল
সম্পাদক
‘পলিমাটি’ — মাসিক সাহিত্য পত্রিকা
সেপ্টেম্বর সংখ্যা | ২০২৫


