বুধবার, নভেম্বর ৫, ২০২৫

ডা. তাপস ভৌমিক

পলিমাটি
1 পোস্ট0 মন্তব্য
মানিকগঞ্জ জেলার ঝিটকা গ্রামের নৃপেন্দ্র রঞ্জন ভৌমিক ও মিনতি রানী ভৌমিক এর জৈষ্ঠ্যপুত্র ডা.তাপস ভৌমিক। ছোটবেলা থেকেই একজন প্রকৃতি প্রেমিক। আট বছর বয়সে তাঁর কবিতা লেখার শুরু। লেখা পড়ার ফাঁকে ফাঁকে আলাদা খাতায়-গোপনে কবিতাগুলো সংরক্ষণ করতেন তিনি। ছাত্র হিসেবেও তুখোড় মেধাবী ছিলেন। ১৯৮৯ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন ৷ পরবর্তীতে কর্মজীবনের ব্যস্ততার কারনে কবিতা লেখায় কিছুটা ভাটা পড়ে ৷ চারিদিকে ঘটমান বিভিন্ন ঘটনা তার মনকে আলোড়িত করে প্রতিনিয়ত। অন্তর্মুখি এই কবি শত ব্যস্ততার মাঝেও নিরলসভাবে লিখে চলেছেন।
spot_img

সর্বশেষ লেখা