বুধবার, নভেম্বর ৫, ২০২৫

মানিক মজুমদার

পলিমাটি
0 পোস্ট0 মন্তব্য
মানিক মজুমদারের জন্ম পাবনা জেলায় সাথিয়া উপজেলায় ১৯৬৫ সালে। পিতামৃত: ক্ষিতিষ চন্দ্র মজুমদার, মাতামৃত: বানী মজুমদার। তিনি কবি, গল্পকার, উপন্যাসিক, সম্পাদক ও প্রাবন্ধিক। প্রবীণ সদস্য, বাংলা একাডেমি, ঢাকা ৷ সভাপতি, বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনা ৷ শিক্ষাজীবন থেকেই সংস্কৃতি অনুরাগী। সাহিত্যের সর্বত্র দখল রয়েছে। তার একক গ্রন্থ ০৮ টি, যৌথ গ্রন্থ ১২৫ টি। ২৫ বছর ধরে সম্পাদনা করছেন ‘খোলা চোখ’ নামক পত্রিকা। বহু গ্রন্থ সম্পাদনা করেছেন ও প্রচ্ছদ এঁকেছেন। তার জীবন ও কর্ম নিয়ে ৫টি জীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কবিতা সংসদের সভাপতিসহ বহু সংগঠনের সাথে সম্পৃক্ত। বাংলাদেশ ও ভারত হতে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
spot_img

সর্বশেষ লেখা