- আবৃত্তি বাংলা শব্দ; এবং এর ইংরেজি প্রতিশব্দ Recitation. যদিও শব্দ দুটি প্রতিশব্দ, তারপরও ভাষা আর ভাব- প্রকাশের ভিন্নতার কারণে বাপক অর্থে বাংলা আবৃত্তি আর ইংরেজি Recitation শব্দের মধ্যে পার্থক্য অনেক। ইংরেজি Recitation- শব্দটি ব্যাপক অর্থেও প্রতিষ্ঠান কিংবা প্রাতিষ্ঠানিকতা পেরিয়ে খুব বেশি দূর যায় না।
অথচ, বাংলা ভাষার আবৃত্তি শব্দটি প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিকতা পেরিয়ে ব্যাপকতায় চলে আসে সবার অন্তরে। যারা বাংলা সাহিত্য চর্চা করেন, বাংলা কবিতা পড়তে ভালোবাসেন; তাদের মনে কবিতা আবৃত্তির জন্য এটি আলাদা প্রকোষ্ঠ রয়েছে যেখানে তারা তাদের এই কবিতা আবৃত্তির প্রতি ভালোবাসা নিজস্ব ভাবে লালন করেন সারাজীবন।
কবির কবিতার অনুভবের অবমুক্তি হয় সেই কবিতার আবৃত্তি দিয়ে। আর, তাই আবৃত্তিকে বলা হয় ” সর্ব শাসত্রানাং বোধাদপি গরীয়সী ” অর্থাৎ, ” সকল শাস্ত্রের মধ্যে বোধ অপেক্ষা আবৃত্তি শ্রেষ্ঠতর “। যা দ্বারা আরও বোঝানো যায়, যেকোনো শাস্ত্র পাঠের সময় তাকে আগে আবৃত্তি করো, যা সেই পঠিত শাস্ত্রের একটি রুপ মূর্তি তৈরি করবে। যার ফলে সেই শাস্ত্রের প্রতি বোধের উৎপত্তি আরও স্পষ্ট হবে।

যদি ফিরে যাই, আজ থেকে ৩০০০ বছর আগে; সেকালে শব্দের বুৎপত্তি গত অর্থ দাড়ায় ” বারংবার পাঠ “। এবং বৈদিক যুগের কবিরা তাদের কবিতা বা সাহিত্য সংরক্ষণ করতেন আবৃত্তির মাধ্যমে। সেকালে লেখে রাখার ব্যবস্থা ছিল না ভারতবর্ষে। আর, তারা সাহিত্য রচনা এবং চর্চা করতেন সভা করে। সেই সভার সবাই সেই কবিতাকে আবৃত্তির মাধ্যমেই মনে ধারণ করে রাখতেন এবং তা পরবর্তী প্রজন্মে পৌঁছাতেন।
(চলমান)


