বুধবার, নভেম্বর ৫, ২০২৫

পংকজ পালের কবিতা

স্নিগ্ধ শুভ্র কাশফুল, আমি আর প্রিয় স্মৃতি

শরৎ এলেই অস্থির হয় এ মন
এক অদ্ভূত মায়ায়—
চলে যাই নদীতীরে কাশবনে
নদী ঘেষা কাশবন ৷
বাতাসে দোলায়মান কাশফুল গুলো
স্বাগত জানায় ৷

এখানে নেই ঘরে ফেরার তাড়া
নেই পিছুটান
এখন তো কেউ অপেক্ষা করে না ৷
আমি হেঁটে চলি একা
একান্ত সঙ্গী আমার কষ্টগুলো ৷
স্মৃতির ঝুলি থেকে হাতড়িয়ে বেড়াই
প্রিয় মুহূর্তটা ৷
স্নিগ্ধ শুভ্র কাশফুল, আমি আর প্রিয় স্মৃতি ৷
চোখের সামনে ধ্রুবতারার মতোই জ্বলজ্বলে…

এই তো সেইদিনের কথা…
এই কাশবনে চোখে চোখ রেখে
তুমি বলেছিলে—
“তুমি-আমি পাশাপাশি থাকবো অনন্তকাল
আমাদের এ পথচলা হাজার বছরের ৷”
এ কথা শোনার পর ভালোবাসার উষ্ণতায় আর
কাশফুল স্নিগ্ধ শুভ্রতায়
পবিত্র হয়েছিল মনটা ৷
নিজেকে মনে হয়েছিলো কাশবনের রাজা
আর তোমাকে কাশবনের রানী ৷
কানের ভেতর ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল
তোমার স্বপ্নের কথাগুলো ;
মনের অজান্তেই হেসেছিলাম সুখ হাসি ৷

সেইদিন সাক্ষী ছিলো এই কাশবন
সাক্ষী ছিলো নীলাকাশ
সাক্ষী ছিলো দক্ষিণা মৃদুমন্দ বাতাস ৷

এরা সবাই এখনো আছে
কালের সাক্ষী হয়েই ৷

অথচ নীলাকাশে সাদা মেঘের ভেলায়
দু’জনে মিলে দেখতাম রবীন্দ্রনাথকে আবার
মেঘগুলো দিয়েই আঁকতাম তোমার অবয়ব ৷
এখন পেজা তুলোর মতো সাদা মেঘগুলো
জমাট হয়ে কোন ছবি আঁকে না,
উড়ে যায় দূর থেকে দূরে ৷
বিবর্ণ স্মৃতির প্রান্তরে হেরে যাওয়া সময়ে
তুমি নেই, তুমি নেই…
কালের পরিক্রমায়
শরৎ আসে শরৎ যায়
কেবল তুমি আসো না ৷

এ মন প্রতীক্ষায় থাকে তুমি আসবে
দুইজনে ঘুরবো কাশবনে হাতে রেখে হাত ৷
হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে,
মাথা রাখবো তোমার কোলে
জীবনানন্দের কবিতা বলবো
আর তুমি অবাক বিস্ময়ে
আমার চোখে চোখ রেখে মিষ্টি হাসবে !

প্রতীক্ষায় আমার নেই কোন অবহেলা
তোমার জন্যই—
সারাটা জীবন না হয় করলাম প্রতীক্ষা ৷
এ প্রতীক্ষায় আমার ভালোলাগা
আমার সমস্ত নীলকষ্টের মাঝেও
অন্যরকম সুখানুভূতি
অনিন্দ্য সুন্দর ভালোবাসা ৷

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা